ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নবেম্বরে মূল্যস্ফীতি নিম্নমুখী

প্রকাশিত: ২২:০৫, ৯ ডিসেম্বর ২০১৫

নবেম্বরে মূল্যস্ফীতি নিম্নমুখী

অর্থনৈতিক রিপোর্টার ॥ নবেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক শূন্য ৫ শতাংশে, যা অক্টোবর মাসে ছিল ৬ দশমিক ১৯ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭২ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৮৯ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৫৬ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ৬৭ শতাংশ। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, চাল, ডাল, শাক-সবজি, মসলা এবং ভোজ্যতেল জাতীয় দ্রব্যাদির মূল্য হ্রাসের কারণে মাসিক ভিত্তিতে অর্থাৎ অক্টোবর-২০১৫ এর তুলনায় নবেম্বর-২০১৫ এ খাদ্যসামগ্রী উপ-খাতে মূল্যস্ফীতি কমেছে। গ্রামে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে দেশের সার্বিক মুল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬১ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৮২ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ২৩ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭৬ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ৯০ শতাংশ। শহরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে দেশের সার্বিক মুল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৮৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ৯১ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৪২ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ৪৪ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মুল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ৩৩ শতাংশ।
×