ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তুরস্কে বিনিয়োগ কমছে আশঙ্কাজনক হারে

প্রকাশিত: ০১:১৬, ৯ ডিসেম্বর ২০১৫

তুরস্কে বিনিয়োগ কমছে আশঙ্কাজনক হারে

অর্থনৈতিক রিপোর্টার ॥ তুরস্কের মুদ্রা লিরার মান কমায় দেশটিতে বিনিয়োগ আশঙ্কাজনক হারে কমে গেছে। এ কারণে বিনিয়োগকারীরা দেশটির বিভিন্ন খাত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। প্রসঙ্গত, ২০০৮ সালের পর চলতি বছর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে লিরার মান। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশটির আবাসন খাতে ৭'শ ৬০ কোটি ডলারের বিনিয়োগ ফিরিয়ে নিয়েছে ব্যবসায়ীরা। রিসেপ তাইয়েপ এরদোয়ানের পুনরায় ক্ষমতা গ্রহণের পর বাজারে স্থিতিশীলতা প্রত্যাশা ছিল। তবে, তুরস্কের পর্যটন ও রফতানি পণ্যের ওপর সম্প্রতি রাশিয়া নিষেধাজ্ঞায় বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির অর্থনীতি।
×