ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকারের দায়িত্বহীনতায় মুক্তমনাদের হুমকি: সিপিবি

প্রকাশিত: ০১:১৭, ৯ ডিসেম্বর ২০১৫

সরকারের দায়িত্বহীনতায় মুক্তমনাদের হুমকি: সিপিবি

স্টাফ রিপোর্টার ॥ সরকারের দায়িত্বহীনতার কারণে জঙ্গিগোষ্ঠী একের পর এক বামপন্থী প্রগতিশীল মুক্তমনা ব্যক্তিবর্গদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। পাশাপাশি উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়ায় ব্লগার, লেখক, প্রকাশকদের দিনে দুপুরে হত্যার অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতৃবৃন্দ। রাজধানীতে অনুষ্ঠিত এক প্রতিরোধ সমাবেশে বাম নেতৃবৃন্দ নেতৃবৃন্দ আরো বলেন, হুমকি ও ভয় দেখিয়ে বামপন্থী কমিউনিস্টদের তাদের চলমান সংগ্রাম থেকে সরানো যাবে না। নেতৃবৃন্দ বলেন, সিপিবি সহ বামপন্থী প্রগতিশীলরা আন্দোলন করে জঙ্গিবাদ, সাম্প্রদায়িক শক্তি, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। তাই এই অপশক্তি কমিউনিস্টদের ভয় ও হুমকি দিয়ে আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখতে চায়। নেতৃবৃন্দ জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতা-সাম্রাজ্যবাদ-লুটপাটতন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশের সকল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বান জানান। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ডাকে পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও উপদেষ্টা মনজুরুল আহসান খানকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে এবং জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতা-সাম্রাজ্যবাদবিরোধী প্রতিরোধ সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাবলু, বাসদ-এর কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বামমোর্চার সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু। সমাবেশ পরিচালনা করেন ডা. সাজেদুল হক রুবেল। সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন প্রিন্স সহ অন্যান্য নেতৃবৃন্দ।
×