ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিসিকের সঙ্গে এ্যাপেক্স ট্যানারির চুক্তি সই

প্রকাশিত: ০৩:৫৪, ১০ ডিসেম্বর ২০১৫

বিসিকের সঙ্গে এ্যাপেক্স ট্যানারির চুক্তি সই

রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে কারখানা স্থানান্তরের বিষয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) সঙ্গে চুক্তি সই করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ট্যানারি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, হাজারীবাগ থেকে সাভারে কারখানা স্থানান্তরে ক্ষতিপূরণ বাবদ এ্যাপেক্স ট্যানারি মোট ১০ কোটি ৪ লাখ ৫ হাজার ৩৬৭.৪৫ টাকা পাবে। ক্ষতিপূরণের অর্থ পেতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশন (বিসিক) এবং সরকারের সঙ্গে কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আলোকে প্রথম কিস্তিতে কোম্পানিটি ২ কোটি ৮১ হাজার ৭৩ টাকা গ্রহণ করবে। উল্লেখ্য, কোম্পানিটি ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার বিএসআরএমের বাণিজ্যিক উৎপাদন শুরু সফলভাবে বিএমআরই সম্পন্ন হওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম লিমিটেডের রোলিং ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ বাণিজ্যিক উৎপাদন শুরুর এ ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ঘোষণা অনুযায়ী বুধবার থেকে পরীক্ষামূলকভাবে এ উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। ২০১৫ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×