ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপির দুরভিসন্ধি থাকতে পারে ॥ হানিফ

প্রকাশিত: ০৫:৪৪, ১০ ডিসেম্বর ২০১৫

আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপির দুরভিসন্ধি থাকতে পারে ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপির দুরভিসন্ধি থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, বিএনপি কোন্ দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে পৌর নির্বাচনে এসেছে, তা জাতির কাছে পরিষ্কার নয়। নির্বাচনকে বিতর্কিত করার জন্য তারা নতুন কোন নীলনক্সা পাকাচ্ছে কিনা, তা ভেবে দেখা প্রয়োজন। বুধবার ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মূলত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ‘আওয়ামী লীগ জঙ্গীবাদ সৃষ্টি করেছে’- খালেদা জিয়ার এমন মন্তব্যেকে ‘হাস্যকর’ উল্লেখ করে হানিফ বলেন, খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন জঙ্গী, জেএমবি ও বাংলা ভাইয়ের উত্থান, ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা, সিলেটের শাহজালাল (রা.) মাজারে বোমা হামলা, ২১ আগস্টের গ্রেনেড হামলার কথা মানুষ এখনও ভুলে নাই। তাঁর (খালেদা জিয়া) সরকারের ছত্রছায়ায় ও পৃষ্ঠপোষকতায় এসব হামলা চালানো হয়েছে। তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকতে নিজেই জঙ্গীবাদ সৃষ্টি ও সন্ত্রাসের মদদ দিয়েছেন, এটা দিবালোকের মতো পরিষ্কার। আর এখন তিনি (খালেদা জিয়া) বলছেন, আওয়ামী লীগ নাকি জঙ্গী সৃষ্টি করেছে, বিএনপি করেনি। এটা ভূতের মুখে রাম নাম ছাড়া আর কিছু না। এর চেয়ে হাস্যকর মিথ্যাচার হতে পারে বলে আমি মনে করি না। তিনি বলেন, বিএনপি নেত্রী বলেছেন গণতন্ত্রের স্বার্থেই নাকি তাঁরা নির্বাচনে এসেছেন। এর চেয়ে হাস্যকর বক্তব্য আর কিছু হতে পারে না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে জাতীয় নির্বাচন তাতে আপনারা অংশ নিলেন না। আর স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে আপনি গণতন্ত্র রক্ষা করবেন? এ সময় র‌্যাবের মহাপরিচালককে নিয়ে খালেদা জিয়ার কটূক্তির কড়া সমালোচনা করেন আওয়ামী লীগের এ নেতা। তিনি বলেন, সরাসরি র‌্যাবের মহাপরিচালকের নাম ধরে একজন রাজনৈতিক দলের শীর্ষ নেতা কেন এ ধরনের আক্রমণাত্মক কথা বলেছেন, তা আমাদের বোধগম্য নয়। তিনি বলেন, র‌্যাব তৈরি করে খালেদা জিয়া ফাঁদে পড়েছেন। ২০০৪ সালে একটি সুর্নিদ্দিষ্ট লক্ষ্য নিয়ে আপনি (খালেদা জিয়া) র‌্যাব গঠন করেছিলেন। তখন আপনার সরকারের একটাই লক্ষ্য ছিল, সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতন, হত্যা করা ও নির্মূল করা। তখন আমরা বলেছিলাম এই র‌্যাব সৃষ্টি করে আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানি করার কারণে একদিন আপনাকে এর জবাব দিতে হবে। সেনাবাহিনী নিয়ে খালেদা জিয়ার মন্তব্যের প্রসঙ্গ টেনে হানিফ বলেন, স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষা করে জাতিসংঘ মিশনে ব্যাপক সুনাম অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। যে সেনাবাহিনী আমাদের গর্ব। যে সেনাবাহিনীকে নিয়ে খালেদা জিয়া নিজেই একসময় গর্ব করেছিলেন। তাদের নিয়ে এখন কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া শুরু করেছেন। নিজে ক্ষমতায় থাকার জন্য উনি ভেবেছিলেন সেনাবাহিনীকে ব্যবহার করতে পারবেন। সেটা করতে না পেরে তিনি আজ এই বক্তব্য দিলেন। আমরা আশা করি খালেদা জিয়া সেনাবাহিনী সম্পর্কে এই ধরনের বক্তব্য দেয়া থেকে বিরত থাকলেই জাতি ভাল মনে করবে। ‘ডাইনির কবলে দেশ’ খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে মাহবুব-উল-আলম হানিফ বলেন, খালেদা জিয়ার এই কথা শুনে না হেসে পারি না। ডাইনি কে তা আজ প্রমাণিত। একটা সময় আমরা রূপকথায় ডাইনিদের গল্প শুনতাম। আজ আমাদের দেশের ছোট ছেলেমেয়েরা আপনাকে (খালেদা জিয়া) ডাইনি হিসেবে দেখে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, তথ্যবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম আমিন, সুজিত রায় নন্দী প্রমুখ।
×