ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:০৬, ১০ ডিসেম্বর ২০১৫

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

এইচ.এস.সি ১. ব্যবসায় সফলতা অর্জনে বিনিয়োগ পরিবেশের উদ্দেশ্য হলো- র. শিক্ষা ব্যবস্থার উন্নয়ন রর. কর্মসংস্থান সৃষ্টি ররর. গবেষণা ও আবিষ্কার করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২. স্বাধীনচেতা ব্যক্তির নিকট কোন ব্যবসায় সর্বকালের আশীর্বাদস্বরূপ? ক) কোম্পানি ব্যবসায় খ) একমালিকানা ব্যবসায় গ) অংশীদারি ব্যবসায় ঘ) সমবায় ব্যবসায় ৩. মধুমতি ট্রান্সপোর্ট ব্যবসায় কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? ক) সময়গত খ) স্থানগত গ) অর্থগত ঘ) ঝুঁকিগত ৪. পদ্মাপাড়ের জেলেরা মহাজনের জ্বালায় অতিষ্ঠ। তারা নিচের কোন ধরনের সমবায় গঠন করলে অধিক উপকৃত হবে? ক) ক্রয় সমবায় সমিতি খ) বিক্রয় সমবায় সমিতি গ) ঋণদান সমবায় সমিতি ঘ) উৎপাদক সমবায় সমিতি ৫. সাহেব আলী একজন ব্যবসায়ী। তার ব্যবসায়িক জ্ঞানবোধ এবং আচরণ সকলের জন্য অনুকরণীয়। তার এ মূল্যবান এবং অনুকরণীয় জ্ঞানবোধ ও আচরণকে কী বলে? ক) নৈতিকতা খ) সততা গ) মূল্যবোধ ঘ) ব্যবসায়িক মূল্যবোধ ৬. ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রেতা সরাসরি কার নিকট হতে অর্থ সংগ্রহ করতে ব্যর্থ হয়? ক) ক্রেতার খ) ব্যাংকারের গ) কার্ড হোল্ডারের ঘ) সংশ্লিষ্ট ব্যাংকের ৭. যে সহায়তা কোন ব্যক্তিকে শিল্প প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে, তাকে কোন ধরনের সহায়তা বলে? ক) সংরক্ষণমূলক খ) উদ্দীপনামূলক গ) সমর্থনমূলক ঘ) আর্থিক ৮. দেশ তথা সমগ্র জাতি ক্ষতিগ্রস্ত হয় কীভাবে? ক) ব্যবসায়ীদের অদক্ষতায় খ) ব্যবসায়ীর নৈতিকতা বিবর্জিত হলে গ) বিদেশি বাণিজ্যের আগ্রাসন হলে ঘ) ব্যবসায়িক চিন্তাধারার ভিন্নতা ৯. অঝঅ কত সালে প্রতিষ্ঠিত হয়? ক) ১৯৭৮ সালে খ) ১৯৭৯ সালে গ) ১৯৮১ সালে ঘ) ১৯৮৩ সালে ১০. ইএগঊঅ কোন ধরনের সেবা প্রদান করে? ক) তথ্য খ) আর্থিক গ) আইনগত ঘ) অবকাঠামোগত ১১. বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্যসংখ্যা কত? ক) ১৬টি দেশ খ) ১৮টি দেশ গ) ২২টি দেশ ঘ) ২৭টি দেশ ১২. শেয়ার থেকে প্রাপ্ত আয়কে কী বলে? ক) লভ্যাংশ খ) সুদ গ) মুনাফা ঘ) আয় ১৩. নিচের কোনটির ভিত্তিতে প্রাতিষ্ঠানিক মূল্য গড়ে ওঠে? র. মাতৃসদন রর. চিকিৎসালয় ররর. ত্রাণ ও পুনর্বাসন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৪. ভোক্তা সমবায় সমিতির ক্ষেত্রে প্রযোজ্য হলো- র. একত্রে ক্রয় ও বিক্রয় রর. সঞ্চয় ও ঋণ সুবিধা লাভ ররর. সরকারি ত্রাণ সহায়তা প্রাপ্তি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৫. মিন্টু একজন চিত্র শিল্পী। সুন্দর সুন্দর ছবি ও দৃশ্য একে প্রচুর খ্যাতি পেয়েছেন। তিনি কোন শ্রেণীর ব্যবসায়ী? ক) স্বল্প মূলধনী খ) ভ্রাম্যমাণ গ) চাহিদাজনক ঘ) ব্যক্তিক নৈপুণ্য ১৬. বার্ড চাষীদের সংগঠিত করেÑ র. ঋণ দেয় রর. নিবিড় প্রশিক্ষণ দেয় ররর. প্রযুক্তিগত সহায়তা করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৭. কোন ধরনের ব্যাংক ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনলাইন ব্যাংকিং সুবিধা চালু করেছে? ক) কেন্দ্রীয় ব্যাংক খ) বাণিজ্যিক ব্যাংক গ) গ্রামীণ ব্যাংক ঘ) বিদেশি মালিকানাধীন ব্যাংক সঠিক উত্তর : ১. (খ) ২. (খ) ৩. (খ) ৪. (ঘ) ৫. (ঘ) ৬. (গ) ৭. (খ) ৮. (খ) ৯. (ক) ১০. (গ) ১১. (ঘ) ১২. (ক) ১৩. (ঘ) ১৪. (খ) ১৫. (খ) ১৬. (গ) ১৭. (খ)
×