ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকা ক্লাবে ‘স্যামসন চৌধুরী সেন্টার’ উদ্বোধন

প্রকাশিত: ০৮:০৪, ১০ ডিসেম্বর ২০১৫

ঢাকা ক্লাবে ‘স্যামসন চৌধুরী সেন্টার’ উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ দেশের বিশিষ্ট শিল্পপতি ও স্কয়ার গ্রুপের প্রয়াত চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর স্মৃতি ধরে রাখতে ঢাকা ক্লাবে একটি নান্দনিক ভবন নির্মাণ করা হয়েছে। বুধবার রাতে ‘স্যামসন এইচ চৌধুরী সেন্টার’ নামের চারতলা ভবনটির উদ্বোধন করেন ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট খায়রুল মজিদ মাহমুদ। এ উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী অনিতা চৌধুরী। এ সময় প্রয়াত শিল্পপতির পুত্র ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, ঢাকা ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট তানভীর মাজহার ইসলাম তান্নাসহ ঢাকা ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য ও অন্যান্য সদস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা স্যামসন এইচ চৌধুরীর স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন দেশের শিল্পোদ্যোক্তাদের অগ্রপথিক। ব্যক্তিত্ব, মেধা, সততা ও পরিশ্রমের গুণে দেশের শিল্পক্ষেত্রে হয়ে উঠেছিলেন অদ্বিতীয়। ওষুধশিল্পসহ বিভিন্ন শিল্পের বিকাশ ও আধুনিকায়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠান শেষে আতশবাজির ঝলকানিতে স্যামসন এইচ চৌধুরী সেন্টারের উদ্বোধন করা হয়। সেন্টারের প্রবেশমুখে স্যামসন এইচ চৌধুরীর একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। ৩২ হাজার বর্গফুটের অত্যাধুনকি এই ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ২০ কোটি টাকারও বেশি। প্রয়াত শিল্পপতির পরিবারের সদস্যরা ভবন নির্মাণে সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা করেছেন ।
×