ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জিরুদের হ্যাটট্রিকে আর্সেনালের জয়

প্রকাশিত: ১৮:০৫, ১০ ডিসেম্বর ২০১৫

জিরুদের হ্যাটট্রিকে আর্সেনালের জয়

অনলাইন ডেস্ক ॥ আর্সেনালের তারকা অলিভার জিরুদ খেলার ২৯, ৪৯ আর ৬৭ মিনিটে দুর্দান্ত তিনটি গোলে হ্যাটট্রিক সম্পন্ন করেন।তার এই হ্যাটট্রিকের সুবাদে আর্সেনাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে। ম্যাচের ২৯ মিনিটে অ্যারন রামসের অ্যাসিস্ট থেকে হেড করে প্রথম গোলটি করেন জিরুদ। বিরতির পর খেলার ৪৯ মিনিটে আবারো গোল করেন ফরাসি এ স্ট্রাইকার। দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে কোস্টারিকান তারকা জো ক্যাম্পবেল বল বাড়িয়ে দেন জিরুদকে। জোরালো শটে অলিম্পিয়াকোসের জালে বল জড়িয়ে দেন জিরুদ। ম্যাচের ৬৭ মিনিটে জিরুদের হ্যাটট্রিক পূর্ণ করার আগেই আর্সেনালের শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়ে যায়। গ্রুপ পর্বের জটিল সমীকরণ নিয়ে গ্রিসের জায়ান্ট অলিম্পিয়াকোসের ঘরের মাঠে নেমেছিল ইংলিশ প্রিমিয়ারের দল আর্সেনাল। শুধু জিতলেই চলবে না, জিততে হবে বড় ব্যবধানে-এমন সমীকরণ নিয়েই মাঠে নামতে হয় এমিরেটসের দলটির। অলিভার জিরুদের এক হ্যাটট্রিকেই সব শঙ্কা দূরে ঠেলে দিয়েছে আর্সেনাল। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আর্সেনাল পেয়ে গেল শেষ ষোলোর টিকেট।
×