ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন থেকে পিছু হটবেন না ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত: ১৮:০৯, ১০ ডিসেম্বর ২০১৫

নির্বাচন থেকে পিছু হটবেন না ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক ॥ মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধের দাবি করায় বিশ্বব্যাপী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতেও তিনি নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়াবেন না বলে জানিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যা-ই ঘটে যাক, আমি নির্বাচন থেকে সরছি না। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধের দাবি জানান। এরপর থেকেই দেশে ও দেশের বাইরে বইছে ব্যাপক সমালোচনার ঝড়। এমনকি তার নিজের দল রিপাবলিকান পার্টিও তার মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। অনেকে বলছেন, এমনও হতে পারে, এ মন্তব্যের কারণে তাকে নির্বাচনে প্রার্থী নাও করতে পারে রিপাবলিকান পার্টি। তবে ডোনাল্ড নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন। দল তাকে মনোনয়ন না দিলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তিনি লড়বেন বলে ইঙ্গিত দিয়েছেন।
×