ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র আ. লীগের চার নেতা বহিষ্কার

প্রকাশিত: ১৮:১৩, ১০ ডিসেম্বর ২০১৫

যুক্তরাষ্ট্র আ. লীগের চার নেতা বহিষ্কার

অনলাইন রির্পোটার ॥ অনিয়মের অভিযোগে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানসহ চার নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভাপতি ছাড়া ‘বহিষ্কৃত’ বাকি তিন নেতা হলেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ এবং নির্বাহী সদস্য শাহানারা রহমান। শাহানারা ‘বহিষ্কৃত’ সভাপতি সিদ্দিকুর রহমানের স্ত্রী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ ও ৮ ডিসেম্বর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটির দুই দফা বৈঠকের পর সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়। সভায় কার্যকরী কমিটির ৭২ সদস্যের মধ্যে ৪৮ জন উপস্থিতি ছিলেন বলে এতে বলা হয়।
×