ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাক-ভারত একসঙ্গে সন্ত্রাস মোকাবেলা করবে

প্রকাশিত: ১৮:২০, ১০ ডিসেম্বর ২০১৫

পাক-ভারত একসঙ্গে সন্ত্রাস মোকাবেলা করবে

অনলাইন ডেস্ক ॥ সন্ত্রাসী ও চরমপন্থীদের মোকাবেলায় একসঙ্গে কাজ করবে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। এজন্য ইসলামাবাদের সঙ্গে নতুন করে সংলাপ শুরু করতে চায় ভারত। গতকাল বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এ সময় তার সঙ্গে ছিলেন পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ। আফগানিস্তান সংক্রান্ত ‘হার্ট অব এশিয়া ’(এইচওএ) সম্মেলনে যোগ দিতে সম্মেলনে যোগ দিতেই মঙ্গলবার পাকিস্তান গিয়েছিলেন সুষমা। সঙ্গে গিয়েছেন বিদেশসচিব এস জয়শঙ্কর। বুধবারের ওই সংবাদ সম্মেলনে সুষমা স্বরাজ বলেন, ভারত ও পাকিস্তানকে একে অপরের প্রতি আস্থা ও সুচিন্তিত ভাবধারা প্রদর্শনের এখনই সময়। তিনি আরো বলেন, পাকিস্তান যখন চাইবে তখনই তাদেরকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে ভারত। তিনি আফিগানিস্তানে স্থিতিশীলতা ও উন্নয়নে ভারতের অঙ্গীকারের উপরও জোর দেন।
×