ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শুরু হয়েছে দুদকের ‘গণশুনানি’

প্রকাশিত: ১৮:২১, ১০ ডিসেম্বর ২০১৫

শুরু হয়েছে দুদকের ‘গণশুনানি’

অনলাইন রির্পোটার ॥ দুর্নীতিমুক্ত সরকারি সেবা প্রদানের লক্ষ্যকে সামনে রেখে ভুক্তভোগী জনসাধরণকে নিয়ে ‘গণশুনানি’ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ গণশুনানি কার্যক্রম শুরু হয়েছে। এ শুনানি দুপুর পর্যন্ত চলবে বলে জানা গেছে। শুনা‌নি শুরুর আগে এ অনুষ্ঠা‌নের শুভ উদ্বোধন ক‌রেন ক‌মিশ‌নের চেয়ারম্যান মো. ব‌দিউজ্জামান। এ সময় ক‌মিশ‌নের অন্য কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের কর্মসূচির অংশ হিসেবে কমিশনের উদ্যোগে এ গণশুনানির কাজ করা হচ্ছে। কমিশনের চেয়ারম্যান জানান, ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে এবারের নতুন সংযোজন হল গণশুনানি। কোনো হয়রানি ছাড়া সরকারি সেবা সাধারণ মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতেই এ গণশুনানির আয়োজন।’
×