ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডোমারে পাক হানাদার মুক্ত দিবস পালিত

প্রকাশিত: ২১:৪৪, ১০ ডিসেম্বর ২০১৫

ডোমারে পাক হানাদার মুক্ত দিবস পালিত

স্টাফ রির্পোটার,নীলফামারী॥ বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নীলফামারীর ডোমার উপজেলা পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যৌথ আয়োজনে আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। কর্মসুচিতে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। শহীদ ধীরাজ-মিজান স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা করা হয়। সভার শুরুতে শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার নুরন নবীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সরকার ফারজানা আক্তার সুমি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডোমার উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, ওসি মোয়াজ্জেম হোসেন ,মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, আমিনুর রহমান, এম এ কবির, ইলিয়াছ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আল-আমীন রহমান প্রমুখ।
×