ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাইবান্ধায় প্রতীক পরিবর্তনের দাবি জাতীয় নারী জোটের স্মারকলিপি

প্রকাশিত: ২২:৪৪, ১০ ডিসেম্বর ২০১৫

গাইবান্ধায় প্রতীক পরিবর্তনের দাবি জাতীয় নারী জোটের স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধ ॥ সংরক্ষিত নারী আসনের জন্য নির্ধারিত প্রতীক পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নারী জোট গাইবান্ধা জেলা শাখা। বৃহস্পতিবার তারা এই দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের জন্য চুড়ি, পুতুল, চকলেট, গ্যাসের চুলা, ফ্রক, ভেনেটিব্যাগ, কাঁচি, হারমোনিয়াম, মৌমাছি ও আঙ্গুর প্রতীক হিসেবে নির্ধারণ করায় নারী প্রার্থী ও ভোটারদের তা মর্মাহত করেছে। তা নারী সমাজের জন্য সম্মানজনক হবে। নারীদের ব্যবহৃত বিভিন্ন উপকরণ প্রতীক হিসেবে নির্ধারণ করে তাদের সাথে তামাশাই শুধু নয়, তাদের হেয় করা হয়েছে। যা কোনভাবেই মেনে নেয়া যায় না বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। স্মারকলিপি প্রদানকালে জাতীয় নারী জোটের জেলা সভাপতি নিলুফার বেগম লাকী, আফরোজা বেগম লুপু, আলিয়া সুলতানা লিমা, সাজেদা পারভীন রুনু, নাজমা বেগম, জুলেখা বেগম, আমেনা বেগম, বিউটি বেগমসহ নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।
×