ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২২ দিন পর খুলল ফেসবুক : হোয়াটসঅ্যাপ-ভাইবার বন্ধ থাকবে

প্রকাশিত: ২২:৫০, ১০ ডিসেম্বর ২০১৫

২২ দিন পর খুলল ফেসবুক : হোয়াটসঅ্যাপ-ভাইবার বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক ॥ ২২ দিন বন্ধ রাখার পর ফেসবুক খুলে দিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে ফেসবুক খুলে দেয়ার নির্দেশ দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম। এরপরই জনপ্রিয় এই সামাজিক যোগাযোগের মাধ্যম খুলে দেয়া হয় বলে জানিয়েছেন বিটিআরসির সচিব সারোয়ার আলম। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, 'শুধুমাত্র ফেসবুক খুলে দেয়া হয়েছে। তবে ভাইবার ও হোয়াটসঅ্যাপ এখনো বন্ধ রয়েছে।' এর আগে ফেসবুক খুলে দেয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী তারানা হালিম। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, 'সরকারের নির্দেশনায় দুপুর দেড়টার দিকে বিটিআরসি চেয়ারম্যানকে ফেসবুক খুলে দিতে নির্দেশ দিয়েছি।' তিনি আরো বলেন, 'ফেসবুক বন্ধ থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে অনেক কষ্ট পোহাতে হয়েছে। তবে ভাইবার এবং হোয়াটস্যাপ বন্ধ থাকবে।' দুই বিদেশি নাগরিক হত্যা ও পুলিশের তল্লাশি চৌকিতে হামলার ঘটনার পর জঙ্গি ও সন্ত্রাসীদের যোগাযোগের পথ বন্ধ করতে গত ১৮ নভেম্বর বাংলাদেশে ফেইসবুক বন্ধ করে দেওয়া হয়।
×