ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধূমপায়ী শিক্ষার্থীরা মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারবে না : স্বাস্থ্যমন্ত্রী নাসিম

প্রকাশিত: ২২:৫৮, ১০ ডিসেম্বর ২০১৫

ধূমপায়ী শিক্ষার্থীরা মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারবে না : স্বাস্থ্যমন্ত্রী নাসিম

অনলাইন রিপোর্টার ॥ ধূমপায়ী শিক্ষার্থীরা আগামী বছর থেকে কোনো মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে না বলে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টারে ওষুধ প্রতিরোধী যক্ষ্মা মোকাবেলায় ডিওটি’র (ডট) ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিধির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। মোহাম্মদ নাসিম বলেন, ধূমপানমুক্ত না হলে মেডিকেল কলেজে ভর্তি হওয়া যাবে না। ভর্তি পরীক্ষার্থীদের ধূমপানমুক্ত সার্টিফিকেট পেশ করতে হবে। যারা এই সার্টিফিকেট দিতে পারবে না, তারা কোনো মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে না। এই সংক্রান্ত চিঠি এরই মধ্যে সব মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়া হয়েছে। আগামী বছর থেকেই এই নিয়ম বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। নাসিম বলেন, জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে আইসিইউ, সিসিইউ’র ব্যবস্থা করা হবে। কিন্তু আমাদের লোকবল কম। আমরা গত বছর ৬ হাজার ডাক্তার গ্রামে দিয়েছি। সমস্যা নিরসনে কাজ করছি। স্বামী-স্ত্রী উভয় ডাক্তার হলে একই জায়গায় পোস্টিং দেয়ার ব্যবস্থা করা হবে। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে স্বাস্থ্য অধিদফতরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক ডা. মো. মোজ্জাম্মেল হক বলেন, যক্ষ্মা রোগীর সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। প্রতিবছর প্রতি একলাখ মানুষের মধ্যে ২২৭ জন নতুন করে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়। একজন যক্ষ্মা রোগীর এক বছর যদি চিকিৎসা না করা হয়, তাহলে তার থেকে এই রোগ আরও ১০ জনের মধ্যে সংক্রমিত হতে পারে। গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ড. মো. জাহাঙ্গীর আলম সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের প্রো-ভিসি রশীদ-ই-মাহবুব ও নাটাব’র সহ-সভাপতি মোজাফফর হোসন পল্টু।
×