ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে শিশু সাংবাদিকতায় ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩:৫৫, ১০ ডিসেম্বর ২০১৫

ঠাকুরগাঁওয়ে শিশু সাংবাদিকতায়  ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ শিশু সাংবাদিকতায় দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ বৃহস্পতিবার শেষ হয়েছে। বেসরকারী উন্নয়নসংস্থা ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের বিভিন্ন শিশু ফোরামের সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিকেলে সংস্থার কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানে এডিপি ম্যানেজার লিওবার্ট চিসিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি আবু তোরাব মানিক। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক বিষয়ক কর্মকতা জবেদ আলী, সংস্থার চাইল্ড প্রত্যোকসন কর্মকর্তা মার্টিন শিং প্রমূখ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিশু রিপন জানায়, সাংবাদিকতার বিভিন্ন বিষয় শিখে শিশু সাংবাদিক হওয়ার আগ্রহ বৃদ্ধি পেয়েছে, ভবিৎষতে আমি একজন সাংবাদিক হতে চাই। বক্তাগন শিশু সাংবাদিকতার গুরুত্ব, গুণাবলী, শিশু নেতৃত্ব, শিশু সহিংষতা ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন দিক নির্দেশমূলক বক্তব্য ও সুপারিশমালা উপস্থাপন করেন। সমাপনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন শিশু ফোরাম ও কিশোর কিশোরী ক্লাবের সদস্য ও সদস্যাবৃন্দ, কিশোর কিশোরী ও যুবক যুবতি, সরকারী-বেসরকারী সংস্থার প্রতিনিধি এবং সাংবাদিকনণ উপস্থিত ছিলেন।
×