ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝালকাঠি মৎস্য বিভাগের ১০ দিন ব্যাপি প্রশিক্ষন শুরু হয়েছে

প্রকাশিত: ০০:৪৬, ১০ ডিসেম্বর ২০১৫

ঝালকাঠি মৎস্য বিভাগের ১০ দিন ব্যাপি প্রশিক্ষন শুরু হয়েছে

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি॥ ঝালকাঠি জেলা মৎস্য বিভাগের প্রশিক্ষন কেন্দ্রে লিফ (লোকার এক্সেটেনশন এজেট ফর ফিসারিজ) কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় এই প্রশিক্ষন শুরু হয়েছে। প্রশিক্ষনে ঝালকাঠির কাঠালিয়া ও পিরোজপুরের মঠবাড়িয়া এবং ভান্ডরিয়া উপজেলার ২৫ জন লিফ কর্মী ১০ দিন ব্যাপি প্রশিক্ষনে অংশগ্রহন করছে। ইউনিয়ন পর্যায় মৎস্য চাষ সম্প্রসারন প্রকল্প এর আয়োজন করেছে। ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক বঙ্কিম চন্দ্র বিশ্বস প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো: শহিদুল ইসলাম সরদার। বরিশাল বিভাগের সিনিয়র সহকারী পরিচালক আজিজুল হক ও ঝালকাঠি খামার ব্যবস্থাপক মো: জাহাঙ্গীর হোসেন প্রশিক্ষন পরিচালনা করছেন। মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সংকর লাল গাইন প্রশিক্ষণের সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন।
×