ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুনাফা নয়, ন্যায়বিচার পেতে সাহায্য করুন

প্রকাশিত: ০০:৫৩, ১০ ডিসেম্বর ২০১৫

মুনাফা নয়, ন্যায়বিচার পেতে সাহায্য করুন

স্টাফ রিপোর্টার॥ হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী আইনজীবীদের উদ্দেশ্যে বলেছেন, মুনাফা অর্জনের উদ্দেশ্যে নয়, সেবার মানসিকতা নিয়ে এ পেশায় থাকতে হবে। ন্যায়বিচার পেতে বিচারপ্রার্থীদের সাহায্য করতে হবে।বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে তার বিদায়পূর্ব এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।তিনি বলেন, ‘আইন অঙ্গনে বিচারপ্রার্থীরা আসেন ন্যায়বিচার পেতে। তাদের ন্যায়বিচার পেতে সহযোগিতা করতে বিচারপতি ও আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে, আর্থিক লাভালাভই মুখ্য নয়, সেবাকে প্রাধান্য দিতে হবে।’
×