ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধ : ময়মনসিংহের ৩ আসামীকে কারগারে প্রেরণ

প্রকাশিত: ০০:৫৫, ১০ ডিসেম্বর ২০১৫

যুদ্ধাপরাধ : ময়মনসিংহের ৩ আসামীকে কারগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার॥একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ৮ আসামীর মধ্যে গ্রেফতারকৃত ৩ আসামীকে কারাগারে প্রেরণ করেছেন ট্রাইব্যুনাল। গতকাল বৃহস্পতিবার বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর দ্বৈত বেঞ্চ কারাগারে পাঠান। সেইসঙ্গে এই মামলায আগামী ০৪ ফেব্রুয়ারি আসামীদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেছেন।গ্রেফতারকৃত ৩ আসামী হলো, রেজাউল করীম, ইউসুফ আলী, উমর আলী। আসামীরা পালিয়ে যেতে পারে এমন আশঙ্কায় বাকি আসামীদের নাম প্রকাশ করা হয়নি। এ বিষয়ে প্রসিকিউটর আবুল কালাম জানান, এই মামলায় ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারির পর এ পর্যন্ত ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, আসামীদের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা রয়েছে। মামলাটির তদন্ত চলছে এবং তদন্তের স্বার্থে আসামিদের গ্রেফতার করা প্রয়োজন বলে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়। জানা যায়, হত্যা, গণহত্যা, নির্যাতন, অপহরণসহ এখন পর্যন্ত ৫টি মানতাবিরোধী অভিযোগ পাওয়া গিয়েছে।
×