ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্তির তাগিদ

প্রকাশিত: ০০:৫৬, ১০ ডিসেম্বর ২০১৫

পুঁজিবাজারে বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্তির তাগিদ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্তির তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সম্মেলন কেন্দ্রে আয়োজিত ক্যাপিটাল মার্কেট এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে তিনি কোম্পানিগুলোর তালিকাভুক্তির নির্দেশ দেন । সকাল সাড়ে ১১টার দিকে তিনি এই এক্সপোর উদ্বোধন করেন। প্রধান অতিধির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ পুঁজিবাজারে বহুজাতিক কোম্পানিগুলো তালিকাভুক্তি হতে হবে। এ কোম্পানিগুলো থেকে সাধারণ মানুষরা উপকৃত হয় না। পুঁজিবাজারে তালিকাভুক্তি হলে সাধারণ মানুষরা উপকৃত হবেন। তিনি বলেন, গত এক দশকে আমাদের পুঁজিবাজারের আকার অনেক বেড়েছে। অনেকগুলো কোম্পানি বাজারে তালিকাভুক্ত হয়েছে। কিন্তু এই সময়ে বাজারে বহুজাতিক কোম্পানি এসেছে হাতে গোনা দুইতিনটি মাত্র। এসব কোম্পানি অনেক মুনাফা করলেও দেশের মানুষ তার কোনো ভাগ পাচ্ছে না। কোম্পানিগুলো ওই মুনাফা লভ্যাংশ আকারে দেশের বাইরে নিয়ে যাচ্ছে। তাই এসব কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার উদ্যোগ নিতে হবে। আর্থিক প্রণোদনা বা আইনি প্রক্রিয়া-যেটির মাধ্যমে সহজ হয়, সেটিকে কাজে লাগাতে হবে। আগামী দিনে যেসব বিদেশি কোম্পানি আমাদের দেশে বিনিয়োগ করতে আসবে, তাদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ের পর পুঁজিবাজারের আসার শর্ত দেওয়া যেতে পারে। এভাবে ভালো ভালো কোম্পানি বাজারে আসবে। বাজারের গভীরতা বাড়বে। তখন এই বাজারের প্রতি বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের আরও বেশি আগ্রহ তৈরি হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য আব্দুল কুদ্দুস, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী প্রমুখ।
×