ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশীদের ভালোবাসায় মুগ্ধ ফিলিস্তিনী দূত

প্রকাশিত: ০৩:০৬, ১০ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশীদের ভালোবাসায় মুগ্ধ ফিলিস্তিনী দূত

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশীদের হৃদয়ে ফিলিস্তিনের জনগণের জন্য ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন ঢাকায় ফিলিস্তিন দূতাবাসের নবাগত চার্জ দ্য এফেয়ার্স ইওসেফ রামাদান। আজ দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ অনুভূতির কথা ব্যক্ত করেন। আলাপকালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ১৯৮১ সালে বাগদাদে এবং ১৯৯৭ সালে ঢাকায় ফিলিস্তিনের কিংবদন্তী নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন। মন্ত্রী বলেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও ন্যায্য দাবি প্রতিষ্ঠায় বাংলাদেশ সদা সোচ্চার। বৈঠকে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে তথ্য আদান প্রদান, বাণিজ্যের প্রসার এবং ফিলিস্তিনের প্রকৃত অবস্থা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরার বিষয়ে আলোচনা করেন। সূত্র: বাসস
×