ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৫৮ বছরে পদার্পণ করল ডিসিসিআই

প্রকাশিত: ০৪:০১, ১১ ডিসেম্বর ২০১৫

৫৮ বছরে পদার্পণ করল ডিসিসিআই

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজধানীর ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্টিজ (ডিসিসিআই) ৫৮ বছরে পদার্পণ করল। এ উপলক্ষে বুধবার রাতে রাজধানীর র‌্যাডিসন হোটেলে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘সেলিব্রেটিং বিজনেস’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে তিনি ‘ঢাকার বাণিজ্যিক ইতিহাস’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। এছাড়া ‘সেলিব্রেটিং সাকসেস’ ও ‘সেলিব্রেটিং বিজনেস’ ক্যাটাগরিতে ২৫ জন সফল ব্যক্তিত্বকে সম্মাননা স্মারক দেয়া হয়। ‘সেলিব্রেটিং সাকসেস’ ক্যাটাগরিতে সম্মাননা পান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ ৫ জন। ‘সেলিব্রেটিং বিজনেস’ ক্যাটাগরিতে সম্মাননা পান ২০ জন। তাদের ডিসিসিআইর সাবেক ও বর্তমান সভাপতি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিসিসিআইর সভাপতি হোসেন খালেদ। আর সমাপনী বক্তব্য দেন জ্যেষ্ঠ সহ-সভাপতি হুমায়ুন রশ?ীদ। অতিথি হিসেবে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) চেয়ারম্যান মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ডিসিসিআইর সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী সমাজের আত্মার সম্পর্ক।
×