ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এফটিটি সিস্টেম চালুতে ইউ’র ১১ দেশ সম্মত

প্রকাশিত: ০৪:০২, ১১ ডিসেম্বর ২০১৫

এফটিটি সিস্টেম চালুতে ইউ’র ১১ দেশ সম্মত

ফিন্যান্সিয়াল ট্রানজেকশান ট্যাক্স (এফটিটি) সিস্টেম চালু করতে একমত হয়েছেন ইউরোজোনের ১১ দেশের অর্থমন্ত্রীরা। আর্থিক লেনদেনে সামঞ্জস্য বজায় রেখে কর আদায় করার লক্ষ্যে তারা এফটিটি সিস্টেম চালু করার ব্যাপারে সম্মত হন। দেশগুলো হচ্ছে, জার্মানি, ফ্রান্স, ইতালি, অস্ট্রিয়া, বেলজিয়াম, এস্তোনিয়া, গ্রিস, পর্তুগাল, সেøাভাকিয়া, সেøাভেনিয়া এবং স্পেন। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেন ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক এবং মুদ্রানীতি বিষয়ক কমিশনার পিয়েরে মস্কোভিসি। তিনি বলেন, এফটিটি’র আওতায় আদায় করা কর ব্যাংকগুলোকে সহায়তায় কাজে লাগবে, পাশাপাশি দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য সহজ করতে সহায়তা করবে। ঋণ জর্জরিত ইউরোজোনের অর্থনীতির স্বার্থে এফটিটি চুক্তি করার প্রস্তাব করে জার্মানি ও ফ্রান্স। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×