ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দাউদ ইব্রাহিমের রেস্তোরাঁ নিলামে বিক্রি

প্রকাশিত: ০৫:৪৪, ১১ ডিসেম্বর ২০১৫

দাউদ ইব্রাহিমের রেস্তোরাঁ নিলামে বিক্রি

ভারতের ‘মোস্ট ওয়ান্টেড ম্যান’ দাউদ ইব্রাহিমের মালিকানাধীন মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ সরকারী নিলামে চার কোটি পাঁচ লাখ ভারতীয় রুপীতে কিনে নিয়েছেন শহরটির এক সমাজসেবী। বিবিসি বলছে, দিল্লী জাইকা নামের ওই রেস্তোরাঁ ছাড়াও পলাতক দাউদের মুম্বাইয়ে থাকা অন্যান্য সম্পত্তিও বুধবার নিলামে তোলে সরকার। দিল্লী জাইকা রেস্তোরাঁর ক্রেতা এস বালাকৃষ্ণান রেস্তোরাঁটিকে দরিদ্র শিশুদের জন্য একটি শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান। ফেরারি দাউদ ১৯৯৩ সালে মুম্বাইয়ে চালানো ধারাবাহিক বোমা হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত। ওই হামলায় ২৫৭ জন নিহত ও ৭০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন। দাউদ পাকিস্তানের করাচী শহরে বসবাস করছেন বলে দাবি করে আসছে ভারত। কিন্তু পাকিস্তান বরাবর এ অভিযোগ অস্বীকার করে আসছে। বালাকৃষ্ণানকে ৩০ দিনের মধ্যে সরকারী দফতরে টাকা জমা দিয়ে রেস্তোরাঁর মালিকানা গ্রহণ করতে হবে। অনুদান সংগ্রহ করে এ টাকা তোলার চেষ্টা করছেন তিনি। -ওয়েবসাইট
×