ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলোরাডো হত্যাকাণ্ডের দায় স্বীকার রবার্ট ডিয়ারের

প্রকাশিত: ০৫:৪৫, ১১ ডিসেম্বর ২০১৫

কলোরাডো হত্যাকাণ্ডের দায় স্বীকার রবার্ট ডিয়ারের

যুক্তরাষ্ট্রের কলোরাডোর জাতীয় পরিবার পরিকল্পনা বিভাগের একটি ক্লিনিকে ঢুকে তিনজনকে গুলি করে হত্যার অভিযোগ স্বীকার করেছেন সন্দেহভাজন খুনী। আদালতে দোষ স্বীকার করে নিজেকে ‘শিশুদের পক্ষের যোদ্ধা’ হিসেবে দাবি করেছেন ৫৭ বছর বয়সী সন্দেহভাজন রবার্ট লুইস ডিয়ার। খবর বিবিসির। অভিযোগের শুনানি চলাকালে আদালতকে ডিয়ার বলেন, আমি দোষী; বিচারের কোন দরকার নেই। আমি নবজাতকদের পক্ষের একজন যোদ্ধা। ক্লিনিকটিতে গুলি চালিয়ে দুই বেসামরিক ও এক পুলিশ কর্মকর্তাকে হত্যা ও অপর নয়জনকে আহত করার দায়ে তার বিরুদ্ধে ১৭৯টি অভিযোগ এনেছেন সরকারী আইন কর্মকর্তারা। শুনানি চলাকালে তার বিরুদ্ধে খুনের অভিযোগও আনা হয়। গ্রেফতারের সময় ডিয়ার বেশ কয়েকবার ‘আর কোন শিশুর খণ্ডাংশ নয়’ কথাগুলো উচ্চারণ করেছিলেন। এ সময় ডিয়ার বলেন, ক্লিনিকটিতে আমি কী দেখেছি, তা আপনারা কখনও জানতে পারবেন না। ‘প্ল্যানড প্যারেন্টহুড’ নামের ওই সরকারী ক্লিনিকে গর্ভপাতও করানো হয়। ডিয়ার এসব নিয়ে উদ্বিগ্ন ছিলেন ইঙ্গিত পাওয়া সত্ত্বেও ক্লিনিকে তার গুলিবর্ষণের উদ্দেশ্য নিয়ে শুনানিকালে কোন আলোচনা করেনি পুলিশ। এর আগে বিবিসি জানিয়েছে, প্ল্যানড প্যারেন্টহুডের প্রেসিডেন্ট ও নির্বাহী প্রধান ভিকি কোয়ার্টও এক বিবৃতিতে বলেছেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া নিশ্চিত তথ্যে তারা জানতে পেরেছেন।
×