ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যতিক্রমী প্রতিশ্রুতিতে তোলপাড় হবিগঞ্জ

প্রকাশিত: ০৫:৪৭, ১১ ডিসেম্বর ২০১৫

ব্যতিক্রমী প্রতিশ্রুতিতে  তোলপাড় হবিগঞ্জ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১০ ডিসেম্বর ॥ নারী-পুরুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে জেলা শহর ও স্কুল-কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে- প্রধমবারের মতো এমনই ব্যতিক্রমী প্রতিশ্রুতি দিয়ে আসন্ন হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ব্যাপক গণসংযোগ করছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এক সময়কার তুখোড় ছাত্রনেতা আতাউর রহমান সেলিম। নির্বাচনী আচরণবিধির প্রতি তীক্ষè দৃষ্টি রেখে এই মেয়র প্রার্থী প্রতিদিনই হবিগঞ্জ শহরের আনাচে-কানাচে চালিয়ে যাচ্ছেন তার কর্মী-সমর্থকদের নিয়ে বিরামহীন প্রচার। মুরব্বিদের পায়ে কদমবুচি, সমবয়সীদের বুকে জড়িয়ে আর ছোটদের সঙ্গে হ্যান্ডশেক ও মিষ্টি হাসির মধ্য দিয়ে তার চালানো এই প্রচার ইতোমধ্যে ভোটারদের বেশ দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে। ভোটারারও এবার নতুন ব্যক্তিক্রমী ওই প্রতিশ্রুতি পেয়ে ভোট প্রদান নিয়ে ভাবনায় পড়েছেন। এই প্রতিনিধিকে অনেক ভোটারই বলেছেন, অতীতে প্রতিটি নির্বাচনে পুরনো বস্তায় ভরা বুলি ছাড়া প্রার্থীরা আর কোন প্রতিশ্রুতি দিতে পারা তো দূরের কথা, মেয়রের পদে বসে পৌর নাগরিকদের নিরাপত্তা প্রদানে উদ্যোগ নেননি। এবার যদি সত্যি হবিগঞ্জ শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা যায় তাহলে হবিগঞ্জ শহরের নারী-পুরুষরা অনেকাংশেই নিরাপদ বোধ করবেন।
×