ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৪৪ বছরেও চিহ্নিত হয়নি শহীদ গোলাম রব্বানীর সমাধি

প্রকাশিত: ০৫:৪৯, ১১ ডিসেম্বর ২০১৫

৪৪ বছরেও চিহ্নিত  হয়নি শহীদ গোলাম  রব্বানীর সমাধি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্বাধীনতার ৪৪ বছরেও চিহ্নিত হয়নি পুলিশ ইন্সপেক্টর শহীদ মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীর সমাধি। কেউ খোঁজ নেয়নি ওই শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের। জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের লস্করপুর গ্রামের মৃত খলিলুর রহমান সিকদারের পুত্র শহীদ গোলাম রব্বানী। জানা গেছে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের উত্তাল মুহূর্তে পুলিশ ইন্সপেক্টর হিসেবে যশোর জেলার নড়াইল থানায় কর্মরত ছিলেন গোলাম রব্বানী। ওই সময় সহকর্মী পুলিশ সদস্যদের নিয়ে মুক্তিযুদ্ধে যোগদানের জন্য তারা গোপন বৈঠক করেন। স্থানীয় আলবদর ও রাজাকারদের কাছে বিষয়টি জানতে পেরে পাক সেনারা ২১ এপ্রিল নড়াইল থানা আক্রমণ করে। এ সময় গোলাম রব্বানীসহ অন্যসব পুলিশ সদস্য পাক সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধ করেন। একপর্যায়ে পরাস্ত হয়ে পাক সেনাদের হাতে আটক হন গোলাম রব্বানীসহ তার অনুসারী পুলিশ সদস্যরা। পরবর্তীতে যশোর সেনানিবাসে নিয়ে গোলাম রব্বানীসহ আটক পুলিশ সদস্যদের গুলি করে হত্যা করে পাকবাহিনী। শহীদ মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীর স্ত্রী জাহানারা বেগম আক্ষেপ করে বলেন, স্বাধীনতার ৪৪ বছর পরেও আমার শহীদ স্বামীর সমাধি চিহ্নিত হয়নি।
×