ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিখা প্রজ্বালনের মধ্য দিয়ে চট্টগ্রামে বিজয় মেলার উদ্বোধন

প্রকাশিত: ০৫:৫০, ১১ ডিসেম্বর ২০১৫

শিখা প্রজ্বালনের মধ্য  দিয়ে চট্টগ্রামে বিজয় মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিজয় শিখা প্রজ্বালনের মধ্য দিয়ে বৃহস্পতিবার চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। বিকেলে শিখা প্রজ্বালন করে তা তরুণ প্রজন্মের এক প্রতিনিধির হাতে তুলে দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র ও মেলা কমিটির চেয়ারম্যান এবিএম মহিউদ্দিন চৌধুরী। এ সময় উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, চসিক মেয়র আজম নাছির উদ্দিন, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহিত উল আলম, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের কমান্ডার শাহাবউদ্দিন ও বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিক। চট্টগ্রামে ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। বৃহস্পতিবার শিখা প্রজ্বালনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুরু হলো মঞ্চে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ এবং নানা আয়োজন। প্রতিদিনই মেলা মঞ্চে আলোচক হিসেবে উপস্থিত হবেন মন্ত্রী, এমপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও বরেণ্য বুদ্ধিজীবীগণ। শিখা প্রজ্বালনের পূর্বে নগর আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরী বলেন, দেশে জঙ্গীবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এ অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে জঙ্গীবাদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে। তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার স্বার্থক রূপায়ণে তরুণ প্রজন্মের সকলকে সোনার মানুষ হতে হবে।
×