ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইনসাইড আউট ওপেন মাইক ফর রাইটারস

বিশ্বসাহিত্যের টুকরো খবর

প্রকাশিত: ০৭:০১, ১১ ডিসেম্বর ২০১৫

বিশ্বসাহিত্যের টুকরো খবর

কথাসাহিত্য, প্রবন্ধ, কবিতাপাঠ, স্মৃতিকথা উপস্থাপনের এক মনোরম আসরের নাম ইনসাইড আউট ওপেন মাইক ফর রাইটারস। এটি মূলত লেখক কবি, সঙ্গীতকারকদের নিয়মিত আড্ডা। প্রতি মাসে দ্বিতীয় বুধবার একবার বসে এ আড্ডা। লেখক-কবিরা সাধারণত নিজের লেখা থেকে পড়ে শোনানোর জন্য পান জনপ্রতি পাঁচ মিনিট সময়। যার যা ভাণ্ডারে আছে নিয়ে হাজির হয়ে থাকেন অকল্যান্ডের ওয়ান টু ওয়ান ক্যাফেটারিয়ায়। এ আসর শুরু হয়েছিল ২০১২ সালে। চলছে যথারীতি। নির্ধারিত দিনের সন্ধ্যা ৭টার সময় শুরু হয়ে আসর চলতে থাকে রাত ১০টা পর্যন্ত। কবিতা, কথাসাহিত্য আর প্রবন্ধ পাঠের সঙ্গে চলে সঙ্গীত পরিবেশনাও। লেখক, কবি, প্রবন্ধকার, স্মৃতিকথাকার, সঙ্গীতকার সবাই একে অন্যের মতামত জানানোর সুযোগ পান এ আসরে। মাঝেমধ্যে আমন্ত্রণ জানানো হয় বিখ্যাত কোন সঙ্গীতজ্ঞকেও।
×