ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পৌর নির্বাচনে ইসিকে নিরপেক্ষ থাকার তাগিদ বিএনপির

প্রকাশিত: ০৮:০৬, ১১ ডিসেম্বর ২০১৫

পৌর নির্বাচনে ইসিকে নিরপেক্ষ থাকার তাগিদ বিএনপির

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে পৌরসভা নির্বাচনে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার তাগিদ দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, পৌর নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়া হচ্ছে। এতে এই নির্বাচন সুষ্ঠু হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, নির্বাচন পর্যবেক্ষণ করতে বিএনপি কেন্দ্রীয়ভাবে একটি এবং প্রতি বিভাগে একটি করে মনিটরিং সেল গঠন করবে। এই সেল প্রতিটি জেলা ও উপজেলায় নির্বাচন পর্যবেক্ষণ করবে। রাত পৌনে ৯ টা থেকে শুরু হয়ে বৈঠক চলে রাত ১০টা পর্যন্ত। বৈঠকে এ ছাড়াও দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিএনপির করণীয়, পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে দলের অবস্থান, তৃণমূলে দল পুনর্গঠনের সর্বশেষ অবস্থা এবং আন্দোলন কর্মসূচীর ব্যাপারে নীতি নির্ধারণী ফোরামের সদস্যদের মতামত গ্রহণ করেন খালেদা জিয়া। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহ, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বেগম সারোয়ারী রহমান ও গয়েশ্বর চন্দ্র রায়।
×