ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডিবি পরিচয়ে অপহরণ চেষ্টা, গ্রেফতার ৩

প্রকাশিত: ০৮:৪৯, ১১ ডিসেম্বর ২০১৫

ডিবি পরিচয়ে অপহরণ চেষ্টা, গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা পু?লিশ (ডিবি) পরিচয়ে এক ব্যক্তিকে অপহরণের চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন আবুল কাশেম, আবুল হোসেন ও মোঃ মমিন। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে খিলগাঁওয়ে আনসার সদর দফতরের সামনে থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ডিবির জ্যাকেট, ওয়াকিটকিসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। খিলগাঁও থানার সহকারী উপপরিদর্শক নূসরাত জাহান জানান, বিকেল চারটার দিকে খিলগাঁওয়ে আনসার সদর দফতরের সামনে এক ব্যক্তিকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তিনজন। চিৎকার-চেঁচামেচি শুনে টহলরত পুলিশ সেখানে যায়। তাদের সঙ্গে কথা বলার একপর্যায়ে টহল পুলিশ নিশ্চিত হয় ওই তিনজন ভুয়া ডিবি পুলিশ। তারা ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে অপহরণের চেষ্টা করছে। তখন ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তাদের কাছ থেকে ডিবির জ্যাকেট, ওয়াকিটকিসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবদ করা হচ্ছে। এ ব্যাপারে রাতে মামলা হয়েছে।
×