ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে শিশু হত্যা ঘটনার ৮৩ দিনেও আসামী গ্রেফতার হয়নি

প্রকাশিত: ১৯:২৪, ১১ ডিসেম্বর ২০১৫

মাদারীপুরে শিশু হত্যা ঘটনার ৮৩ দিনেও আসামী গ্রেফতার হয়নি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ রাজৈরে ইমামের হাতে সাড়ে ৫ বছরের শিশু আদুরী হত্যা ও মসজিদের পাশে লাশ পুঁতে রাখার ঘটনায় মামলা হলেও দীর্ঘ ২ মাস ২৩ দিনেও একজন ছাড়া অন্য আসামী গ্রেফতার হয়নি। আসামীদের সাথে মামলার তদন্তকারী কর্মকর্তার গভীর সখ্যতা ও তারা প্রভাবশালী হওয়ায় তাদেরকে হচ্ছে না বলে অভিযোগ করেছেন নিহত আদুরীর বড় ভাই সুমন সরদার। গত ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টায় সেনদিয়া জামে মসজিদের ইমাম শফিকুল ইসলামের কাছে আরবি পড়তে যায়। পরে শফিকুল এবং স্থানীয় রাজিব, রিমন, তারা বেপারী, ইউনুছ বেপারী ও সেলিম আদুরীর গলায় মাফলার পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনাটি গোপন করার জন্য লাশ বস্তাবন্দী করে ওই মসজিদের পাশে পুঁতে রাখে। ঘটনার পর আদুরীকে ফেরৎ দেওয়ার কথা বলে ২ লাখ টাকা মুক্তিপণ দাবী করা হয়। খোজাখুজি করে আদুরীকে না পেয়ে তার পিতা টুকু সরদার বিষয়টি পুলিশকে জানায়। ২২ সেপ্টেম্বর রাজৈর থানার পুলিশ মসজিদের পাশ থেকে আদুরীর লাশ উদ্ধার ও ইমাম শফিকুল ইসলামকে গ্রেফতার করে। ইমাম শফিকুল স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দেয়। এ ঘটনায় টুকু সরদার বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ ও আরো ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন।
×