ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হলুদ চাদরে ঢাকা পড়েছে নীলফামারী

প্রকাশিত: ২০:৪৯, ১১ ডিসেম্বর ২০১৫

হলুদ চাদরে ঢাকা পড়েছে নীলফামারী

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ শেষ অগ্রহায়নে এসে এবং পৌষের আগমনে প্রাকৃতিক রূপ যেনো বদলে যেতে শুরু করেছে। সবুজ শ্যামল প্রকৃতির ষড়ঋতুর এই দেশে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেমনি প্রকৃতির রূপ বদলায়, তেমনি বদলায় ফসলের মাঠ। কখনো সবুজ, কখনো সোনালী, কখনো বা হলুদ। সেরকমই ফসলের মাঠে পরিবর্তনের ছোঁয়া লেগেছে উত্তরাঞ্চলের নীলফামারী সহ তার পার্শ্ববর্তী এলাকা জুড়ে। ফলে এই জনপদ যেন হলুদ সরিষা ফুলের চাদরে ঢাকা পড়ছে। আজ শুক্রবার সকাল থেকে দেখা যায় গাঢ় হলুদ বর্ণের সরিষার ফুলে ফুলে মৌ মাছিরা মধু সংগ্রহের জন্য গুন গুন করছে। চলছে মধু আহরণের পালা। শীতের শিশির সিক্ত মাঠভরা সরিষা ফুলের গন্ধ বাতাসে ভাসছে। মানুষের মনকে করছে পুলকিত । সরিষার ক্ষেতগুলো দেখে মনে হয় কে যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে।মাঠে মাঠে দিগন্ত জুড়ে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য শীতকালকে ফুটিয়ে তুলেছে।
×