ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিমলায় পাক হানাদার মুক্ত দিবস পালিত

প্রকাশিত: ২০:৫২, ১১ ডিসেম্বর ২০১৫

ডিমলায় পাক হানাদার মুক্ত দিবস পালিত

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে আজ শুক্রবার পাক হানাদার মুক্ত দিবস পালন করা হলো নীলফামারীর ডিমলা উপজেলায়। ১৯৭১ সালের ১১ ডিসেম্বর ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নকে ৬ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধারা পাকী সেনা ও তাদের দোসরদের কবল থেকে মুক্ত করেছিল। দিবসটি স্মরনে ডিমলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড যৌথভাবে সকাল ১০টায় একটি আনন্দ র‌্যালী বের করে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, ডিমলা থানার ওসি রহুল আমিন খান, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক সহিদুল ইসলাম, ডেপুটি কমান্ডার রেজওয়ানুল হক চৌধুরী প্রমুখ।
×