ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ১৫ দিন ব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু

প্রকাশিত: ২০:৫৩, ১১ ডিসেম্বর ২০১৫

নীলফামারীতে ১৫ দিন ব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু

স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ বিজয়ের মাসে সারা দেশের ন্যায় নীলফামারীতেও শুরু হয়েছে চলচ্চিত্র উৎসব। চলবে ১৫ দিন ব্যাপী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির একযোগে দেশব্যাপী উৎসবের অংশ হিসাবে এটির আয়োজন করা হয়। বৃহ¯পতিবার সন্ধ্যায় ঢাকায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর ও তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু যৌথভাবে এই উৎসবের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন। সেই ধারাবাহিকতায় একই সময় জেলা শিল্পকলা একাডেমিতে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালচারাল অফিসার আরিফুজ্জামান আরিফ। এতে আলোচনায় অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিল, সংস্কৃতিনেত্রী আরিফা সুলতানা লাভলী, আব্দুল বারী প্রমুখ। উদ্বোধনী দিনে মাটির ময়না চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। আজ শুক্রবার সকাল ১০টায় প্রদর্শিত হয় বৈষ্যম, বিকাল চারটায় প্রদর্শিত হবে সীমানা পেরিয়ে। কালচারাল অফিসার আরিফুজ্জামান আরিফ জানান আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত মোট ২২টি ক্ল্যাসিক ধরনের চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
×