ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জ মুক্তদিবসে বর্ণাঢ্য নানা আয়োজন

প্রকাশিত: ২০:৫৬, ১১ ডিসেম্বর ২০১৫

মুন্সীগঞ্জ মুক্তদিবসে বর্ণাঢ্য নানা আয়োজন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শুক্রবার মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস স্মরণকালের সবচেয়ে বড় বিজয় র‌্যালী বের হয়। জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত র‌্যালীটি সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের সুপার মার্কেট এলাকার মুক্তিযোদ্ধা ভবনে এসে শেষ হয়। র‌্যালীতে ৬টি উপজেলার মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, বিভিন্ন পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। র‌্যালীতে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ, ব্যান্ড পার্টি, ফেষ্টুনসহ দেশজ নানা কিছু স্থান পায়। যা ভিন্ন মাত্রা সৃষ্টি করে। পরে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গবন্ধুর চিফ সিকিউরিটি অফিসার আলহাজ মো. মহিউদ্দিন। পরে ভবন প্রাঙ্গনের প্রধান সড়কে শুরু হয় আলোচনাসভা। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা চেয়ারম্যান আনিস-উজ-জামানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, সিভিল সার্জন ডা. শহিদুল ইসলাম, সরকারী হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জী, সাবেক পৌর মেয়র এ্যাডভোকেট মুজিবুর রহমান প্রমুখ।
×