ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গোপালগঞ্জের ৫ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বৈধের আবেদন খারিজ

প্রকাশিত: ২১:৪৪, ১১ ডিসেম্বর ২০১৫

গোপালগঞ্জের ৫ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বৈধের আবেদন খারিজ

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ॥ গোপালগঞ্জের দুইটি পৌরসভায় ৫ জন কাউন্সিলর প্রার্থীর বাতিলকৃত মনোনয়ন পত্র বৈধের আবেদন খারিজ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ খলিলুর রহমান শুনানী শেষে এ রায় দেন। এর আগে বিভিন্ন ত্রুটি থাকায় ১৪ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়। নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী প্রার্থীরা আবেদন করেন। গতকাল বৃহস্পতিবার তাদের শুনানী অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ পৌরসভায় সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী সালমা আক্তার (ওয়ার্ড নং ৩,৪,৫), কাউন্সিলর প্রার্থী সাদ্দাম সিকদার (ওয়ার্ড নং-৯), রাসেল খান (ওয়ার্ড নং ৬), কাজী গালিব হোসেন (ওয়ার্ড নং ২) ও টুঙ্গিপাড়া পৌরসভায় কাউন্সিলর প্রার্থী শেখ তানজিল আহম্মেদ আসলামের (ওয়ার্ড নং ৪) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
×