ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রই বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি করেছে : সাভারে সুলতানা কামাল

প্রকাশিত: ২১:৪৭, ১১ ডিসেম্বর ২০১৫

রাষ্ট্রই বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি করেছে : সাভারে সুলতানা কামাল

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ রাষ্ট্রই বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি করছে, তাই সাধারণ মানুষ আইন হাতে তুলে নিচ্ছে। শুক্রবার দুপুরে সাভার মডেল থানাধীন খাগান এলাকাস্থ ব্র্যাক সিডিএমএ মানবাধিকার সম্মেলন-২০১৫ অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলোপ কালে তত্ত¦াবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ্যাডভোকেট সুলতানা কামাল এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, রাষ্ট্র ও মানবাধিকারের উপর যখন আস্থা হারিয়ে ফেলে, তখন জনগন মনে করে যে রাষ্ট্রের কাছে বিচার চেয়ে বিচার পাব না। সাধারণ মানুষ মনে করে, সমাজে কোন অন্যায় করলে রাষ্ট্র বা মানবাধিকারের কাছে সুষ্ঠ বিচার পাবে না এ আস্থা সাধারণ জনগন হারিয়ে ফেলে, তখন সে তার নিজের বিচার নিজেই করে সমাধান করে। সম্পতি সময়ে রাষ্ট্রই বিচার বহিভুত হত্যাকান্ড ঘটাচ্ছে। এ জন্য কোন হত্যাকান্ডের বিচার করছে না সরকার। এ সময় মানবাধিকার সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, ১০ জেলার পাবলিক প্রসিকিউটর প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজন করেন জেন্ডার এন্ড সোশ্যাল জাষ্টিস ইউনিট ‘আসক’।
×