ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও উ.কোরিয়ায় ইসরাইলের স্বর্ণ রপ্তানি

প্রকাশিত: ২১:৫১, ১১ ডিসেম্বর ২০১৫

জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও উ.কোরিয়ায় ইসরাইলের স্বর্ণ রপ্তানি

অনলাইন ডেস্ক ॥ জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইসরাইল লাখ লাখ ডলার মূল্যের স্বর্ণ উত্তর কোরিয়ায় রপ্তানি করেছে। বৃহস্পতিবার ইসরাইলের পার্লামেন্ট কমিটি একথা জানায়। ২০০৬ সালে জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের পর ইসরাইল চার লাখ মার্কিন ডলার মূল্যের স্বর্ণ উত্তর কোরিয়ায় রপ্তানি করেছে এমন কথা জানার পর নেসেটস ইকোনমিক কমিটি জানায়, তারা এ কর্তৃত্ববাদী রাষ্ট্রের বাণিজ্যের উপর বিধিনিষেধ জোরদার করবে। ইসরাইলের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, দেশটির কর কর্মকর্তা ডেভিড হুরি বুধবার এক কমিটির শুনানিতে বলেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের পর কয়েক বছরে এসব স্বর্ণ রপ্তানি করা হয়। ওই কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে বিস্তারিত কিছু উল্লেখ না করলেও সাম্প্রতিক বছরগুলোতে নিষিদ্ধ অন্যান্য পণ্যও রপ্তানি করা হয়। মুখপাত্র লিওর রোটেম এএফপিকে নিশ্চিত করেছে যে, ওই কমিটি ২০০৬ সালের নির্দেশনা বাস্তবায়নে নতুন করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
×