ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্কিন বিমান হামলায় আইএস ‘অর্থপ্রধান নিহত’

প্রকাশিত: ২২:৪৩, ১১ ডিসেম্বর ২০১৫

মার্কিন বিমান হামলায় আইএস ‘অর্থপ্রধান নিহত’

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিমান হামলায় আইএসের (ইসলামিক স্টেট) কথিত অর্থপ্রধান নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তা। বিবিসির এক প্রতিবেদনে শুক্রবার এ কথা জানানো হয়েছে। সম্প্রতি বিমান হামলায় মুওয়াফফাক মোস্তফা মোহাম্মদ আল-কারমৌশ ওরফে আবু সালেহ নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। একই সঙ্গে সংগঠনটির আরও দুই জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে। তবে এ ঘটনা কখন, কোথায় সংঘটিত হয়েছে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন ইরাকের রাজধানী বাগদাদ থেকে এক ভিডিও কলের মাধ্যমে বিবিসিকে আবু সালেহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ১৯৭৩ সালে জন্ম নেওয়া ইরাকী নাগরিক আবু সালেহ যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকাভুক্ত। তাকে আইএসের ‘অন্যতম জ্যেষ্ঠ নেতা ও অর্থ বিভাগের প্রধান’ বলে উল্লেখ করেছেন কর্নেল ওয়ারেন। আইএস দমনে ইরাক ও সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট। সম্প্রতি লিবিয়ায় তারা এক আইএস নেতাকে হত্যার দাবি করেছে।
×