ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে প্রার্থীতা ফিরে পেলো মেয়রসহ সাত প্রার্থী

প্রকাশিত: ০০:১১, ১১ ডিসেম্বর ২০১৫

বরিশালে প্রার্থীতা ফিরে পেলো মেয়রসহ সাত প্রার্থী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার ছয় পৌরসভার নির্বাচনে বাতিল হওয়া একজন মেয়রসহ ১৩ জন প্রার্থীর মধ্যে সাতজনের মনোনয়নপত্রের বৈধতা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় আপিল কর্তৃপক্ষ জেলা প্রশাসক দপ্তর থেকে সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা দিয়ে স্ব-স্ব রির্টানিং অফিসারের কাছে তালিকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার আবদুল হালিম খান। বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন, উজিরপুর পৌরসভার মেয়র প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী মো. মনিরুজ্জামান, একই পৌরসভার সাধারণ কাউন্সিলর পদের ১নং ওয়ার্ডের হেমায়েত খলিফা, ৫নং ওয়ার্ডের সহদেব কুমার, আবুল হাসেম সরদার এবং ৭নং ওয়ার্ডের স্বপন হাওলাদার। এছাড়া গৌরনদী পৌরসভার সাধারণ কাউন্সিলর পদে ৩নং ওয়ার্ডের প্রার্থী কাজী তৌফিক ইকবাল স্বজল ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের ১নং ওয়ার্ডের সালমা আক্তার ছবি। বাতিল হওয়া অপর ছয় প্রার্থীর আপিল খারিজ করে দিয়েছেন আপিল কর্তৃপক্ষ জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান। আপিল নিস্পত্তির পর ছয় পৌরসভায় বৈধ মেয়র প্রার্থীর সংখ্যা ২৮জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬১ ও সাধারণ কাউন্সিলর পদে ২০৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
×