ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মন্দিরে হামালার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

প্রকাশিত: ০০:৪১, ১১ ডিসেম্বর ২০১৫

মন্দিরে হামালার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট॥ দিনাজপুরে ইসকন মন্দিরে ধর্মসভা চলাকালে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারু চন্দ্র দাস প্রভুকে হত্যার উদ্দেশ্যে জঙ্গীদের গুলি ও বেমা হামলার প্রতিবাদে শুক্রবার বাগেরহাটে জেলা ইসকন ও জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের উদ্যোগে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। জেলা ইসকন মন্দির কমিটির প্রধান উপদেষ্টা বাবুল কুমার দাসের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, বিপ্লবী নরেশ চন্দ্র সেন, সনাতন মুরারী দাস, অধ্যাপক নিতীশ বিশ্বাস, মুখার্জী রবীন্দ্রনাথ, উৎসাহী ময়ি জান্নবীদেবী দাসী, সুযশ কান্তি মন্ডল, সুপ্রভাত হালদার, হরেন্দ্রনাথ রানা, শিব শংকর হালদার, গোপীনাথ সাহা, জুড়ান মন্ডল, উদয় শঙ্কর গাঙ্গুলী, অরিন্দম দেবনাথ, কালিদাস চন্দ্র দাস, রোহিনি সুত বলরাম দাস, সুকদেব দাস, সুব্রত মন্ডল প্রমুখ। বক্তারা একেরপর এক ধর্মীয় স্থানে ও বিদেশীদের ওপর জঙ্গী হামলাকারীদের ফাঁসির দাবী করেন।
×