ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ভারতে বন্যায় ৩০০ কোটি মার্কিন ডলারের ক্ষতি

প্রকাশিত: ০১:০৪, ১১ ডিসেম্বর ২০১৫

ভারতে বন্যায় ৩০০ কোটি মার্কিন ডলারের ক্ষতি

অনলাইন ডেস্ক ॥ দক্ষিণ ভারতে নভেম্বর ও ডিসেম্বরের গোড়ার দিকের প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার। বৃহস্পতিবার প্রকাশিত পুন:বীমার প্রতিনিধি আওন বেনফিল্ডের প্রতিবেদনে একথা বলা হয়েছে। খবর বার্তা সংস্থা পিটিআই’র। নভেম্বর ও ডিসেম্বরের গোড়ার দিকে উত্তরপূর্ব মৌসুমী বায়ুর সঙ্গে এল নিনোর প্রভাবে ভারতের দক্ষিণাঞ্চল ও শ্রীলঙ্কার একটি বড় অংশে কয়েক সপ্তাহব্যাপী প্রবল বর্ষণ হয়। বন্যায় ভারতের তামিলনাড়– ও মধ্যপ্রদেশের বেশ কয়েকটি এলাকা ও শ্রীলঙ্কার ব্যাপক ক্ষতি হয়েছে। নদীর পানি দুকূল উপচে গ্রাম ও নগরে ঢুকে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। কৃষি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষত চেন্নাই মহানগরীর অংশবিশেষে এই বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভারতে এই প্রাকৃতিক দুর্যোগে মোট আর্থিক ক্ষতির পরিমাণ ২০হাজার কোটি রুপিতে দাঁড়িয়েছে।’
×