ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ০১:০৪, ১১ ডিসেম্বর ২০১৫

ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত গার্হস্থ্যঅর্থনীতি ইউনিটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকাল ১০টায় গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আজিমপুর এবং কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন গার্হস্থ্য অর্থনীতি কলেজ ও আজিমপুর কেন্দ্রে ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন। এসময় জীববিজ্ঞান অনুষদের ডিন ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাগণ পরীক্ষা-কেন্দ্রে উপস্থিত ছিলেন। গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে ২ হাজার ২শ’ আসনের জন্য মোট ৫ হাজার ৪৬৪ জন ভর্তিচ্ছু ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
×