ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে পদ্মাসেতু বাস্তবায়ন আন্দোলন স্টিয়ারিং কমিটির অভিনন্দন

প্রকাশিত: ০১:১৬, ১১ ডিসেম্বর ২০১৫

প্রধানমন্ত্রীকে পদ্মাসেতু বাস্তবায়ন আন্দোলন স্টিয়ারিং কমিটির অভিনন্দন

অনলাইন ডেস্ক ॥ মাওয়ায় পদ্মাসেতু বাস্তবায়ন আন্দোলন স্টিয়ারিং কমিটি মাওয়া পয়েন্টে মূল পদ্মাসেতুর কাজের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। জাতীয় প্রেসক্লাবে আজ এক সংবাদ সম্মেলনে এ অভিনন্দন জানানো হয়। মাওয়ায় পদ্মাসেতু বাস্তবায়ন আন্দোলন স্টিয়ারিং কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়। স্টিয়ারিং কমিটির সেক্রেটারী জেনারেল বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য খোকা সিকদার, ইতিহাসবিদ সিরাজউদ্দিন আহমেদ, নূরুল ইসলাম কোতোয়াল, সাবেক অতিরিক্ত সচিব আবদুল হক মিয়া, ঢাকার সাবেক সিএমএম আবদুল মজিদ মিয়া, সাবেক অতিরিক্ত সচিব তৈয়বুর রহমান, আবদুল মালেক বাঘা এবং সাবেক এনবিআর সদস্য আবুল কাশেম। লিখিত বক্তব্যে ভাঙ্গা হয়ে বরিশাল-কুয়াকাটা ও পায়রা সমুদ্রবন্দর পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে আরো বলা হয়, জাতীয় গুরুত্বপূর্ণ পদ্মাসেতু নির্মিত হলে বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নয়নের এক নবদিগন্ত উন্মোচিত হবে। এতে বলা হয়, পদ্মাসেতু নির্মাণের ফলে রাজধানী ঢাকার সাথে পদ্মার দক্ষিণ-পশ্চিম দিকের ২১ জেলার ৭ কোটি মানুষের সরাসরি সংযোগ ঘটবে।
×