ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্ত্রীর সঙ্গে ঝগড়া : নিজের দেয়া আগুনে পুড়ে স্বামীর মৃত্যু

প্রকাশিত: ০২:২৫, ১১ ডিসেম্বর ২০১৫

স্ত্রীর সঙ্গে ঝগড়া : নিজের দেয়া আগুনে পুড়ে স্বামীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে ঘরে নিজের লাগিয়ে দেয়া আগুনে দগ্ধ হয়ে এক ব্যক্তি মারা গেছে। শুক্রবার বিকেলে টঙ্গীর পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম অজিত বাবু (৩৫)। তার বাড়ি নেত্রকোনা জেলায়। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সেলিম মিয়া জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকার ইয়াসিনের বাড়িতে স্ত্রী মুক্তা সরকার ও সন্তানসহ সপরিবারে ভাড়া থাকে অজিত বাবু। পারিবারিক বিষয় নিয়ে শুক্রবার দুপুরে অজিত বাবুর সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। এর জেরে বিকেল সাড়ে তিনটার দিকে অজিত তার স্ত্রী সন্তানদের ঘরের বাইরে রেখে দরজা বন্ধ করে দেয়। এক পর্যায়ে পৌণে চারটার দিকে ঘর থেকে ধুয়া বের হতে দেখে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায় এলাকাবাসী। এলাকাবাসীর সহায়তায় আগুন নেভানোর পর ঘরে অজিত বাবুর দ্বগ্ধ লাশ পাওয়া যায়। আগুনে ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের লাশ উদ্ধার করে টঙ্গী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। ধারণা করা হচ্ছে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর অজিত বাবু দরজা বন্ধ করে ঘরের ভেতরে থাকা মালামালে আগুন ধরিয়ে দিলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ওই আগুনে দ্বগ্ধ হয়ে অজিত নিজে মারা যায়।
×