ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীনে নির্মিত দুটি যুদ্ধজাহাজ নৌবাহিনীর কাছে হস্তান্তর

প্রকাশিত: ০৫:১২, ১২ ডিসেম্বর ২০১৫

চীনে নির্মিত দুটি যুদ্ধজাহাজ  নৌবাহিনীর কাছে হস্তান্তর

বাংলাদেশ নৌবাহিনীর জন্য গণচীনে নির্মিত যুদ্ধজাহাজ স্বাধীনতা ও প্রত্যয় শুক্রবার নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। গণচীনের জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান উচাং শীপ বিল্ডিং গ্রুপ অব কোম্পানি লিমিটেড ঐতিহ্যবাহী রীতিতে জাহাজ দুটিকে বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করে। জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান ভাইস এ্যাডমিরাল এম ফরিদ হাবিব, এনবিপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রাকে তরান্বিত করার লক্ষ্যে বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় ২০১২ সালে বাংলাদেশ নৌবাহিনী ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না শীপ বিল্ডিং এ্যান্ড অফশোর কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় উচাং শীপ বিল্ডিং অব কোম্পানি লিমিটেড বাংলাদেশ নৌবাহিনীর জন্য করভেট ক্লাস জাহাজ দুটির নির্মাণ কাজ শুরু করে। জাহাজ দুটি নির্মাণকালে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা একবিংশ শতাব্দীর আধুনিক যুদ্ধজাহাজের মধ্যে অন্যতম। এছাড়াও জাহাজ দুটি আধুনিক এবং কারিগরি বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম দ্বারা সুসজ্জিত। নির্মিত যুদ্ধজাহাজ দুটি আগামী ২০১৬ সালের জানুয়ারি মাসে দেশে এসে পৌঁছাবে বলে আশা করা যায়। Ñআইএসপিআর
×