ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘুঘুর প্রেম বিনিময়

প্রকাশিত: ০৫:১৩, ১২ ডিসেম্বর ২০১৫

ঘুঘুর প্রেম বিনিময়

পাখির কলকাকলিতে ঘুম ভাঙ্গে মানুষের। কিন্তু জলবায়ু পরিবর্তন এবং মোবাইল টাওয়ারের ক্ষতিকর রশ্মির কারণে দেশ থেকে ছোট আকারের পাখিগুলো যেন হারাতে বসেছে। ঘুঘু, শালিক ও চড়ুই পাখিদের এখন দেখা মেলা ভার। তবে শুক্রবারের সকালটি ছিল ব্যতিক্রম। ঢাবি এলাকায় গিয়ে দেখা যায় এক গাছের মগডালে প্রেম বিনিময়ে মত্ত একজোড়া ঘুঘু। ছবিটি জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী সবিতা রহমানের তোলা।
×