ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জার্মানিতে বোরকা নিষিদ্ধের দাবি ক্ষমতাসীন দলের

প্রকাশিত: ০৫:১৫, ১২ ডিসেম্বর ২০১৫

জার্মানিতে বোরকা  নিষিদ্ধের দাবি ক্ষমতাসীন দলের

অভিবাসী ইস্যুতে নিজেদের অবস্থান আরও কঠোর করার চাপের মুখে জার্মানিতে বোরকা পরার বিরোধিতা করেছে দেশটির ক্ষমতাসীন দল। চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেলের নেতৃত্বাধীন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) বৃহস্পতিবার বোরকা নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। বলা হয়ছে, কোন কোন মুসলিম নারী যেমন সারা শরীর ঢেকে রাখেন সেটি প্রকাশ্য স্থানে পরিধান করতে দেয়া যাবে না। খবর ওয়েবসাইটের। জার্মানির কালশ্রুতে সোমবার থেকে সিডিইউর যে কংগ্রেস বসতে যাচ্ছে সেখানে বিবেচনার জন্য ১৮ পৃষ্ঠার প্রস্তাব বৃহস্পতিবার রক্ষণশীল দলটির সভায় গৃহীত হয়েছে। এতে বলা হয়েছেÑ মুসলিম নারীরা যে বোরকা পরে থাকেন তা দেখতে ভাল নয় এবং এটি জার্মান মূল্যবোধের সঙ্গেও সঙ্গতিপূর্ণ নয়। তারা প্রকাশ্য স্থানে পোশাকটি নিষিদ্ধের দাবি তুলবেন। এছাড়া মেরকেল যেভাবে অভিবাসী আগমন সহজ করে দিয়েছেন তার বিরুদ্ধে দলের অনেক সদস্যের ক্ষোভ রয়েছে। তারা মনে করেন এখনই অভিবাসী আগমনের হার নিয়ন্ত্রণ করা দরকার। অন্যথায় আগামী বছর মার্চে তিনটি রাজ্যে অনুষ্ঠেয় নির্বাচনে দলটি খারাপ করতে পারে।
×